অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ব্যাংককে বিলাসবহুল মলে গোলাগুলি, নিহত ৩

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৮:০৯ পিএম, ৩ অক্টোবর ২০২৩ মঙ্গলবার  

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এক বিলাসবহুল মলে গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছে। থাই পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

থাই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গোলাগুলির ঘটনায় তারা ১৪ বছরের এক কিশোর বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে। দেশটির জরুরি পরিষেবা জানিয়েছে, তিনজন নিহত ছাড়াও আরও চারজন আহত হয়েছে। মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ আজ মঙ্গলবার তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বলেছে, ১৪ বছর বয়সী সন্দেহভাজন এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সিয়াম প্যারাগন মলে গোলাগুলির ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেছে দেখা যায়, ক্রেতারা ছোটাছুটি করছেন। এ ঘটনায় কাছেই সিয়াম মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে।

এক ভিডিওতে চারটি গুলি ছোড়ার শব্দ শোনা গেছে। মলের ভেতর থেকেই এই ভিডিও ধারণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা অনলাইনে জানাচ্ছেন, তারা দোকান ও বাথরুমের ভেতর লুকিয়েছেন।