মন্দিরে থালা বাসন পরিস্কার করলেন রাহুল
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ২ অক্টোবর ২০২৩ সোমবার
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সোমবার পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির পরিদর্শন করেছেন। মন্দিরে প্রার্থনার পর তিনি ‘কর সেবা’-তে অংশ নেন। এসময় তাকে দলের অন্যান্য সদস্য এবং গুরুদুয়ারার স্বেচ্ছাসেবকদের সঙ্গে থালা-বাসন ধুতে দেখা গেছে।
পাঞ্জাব কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা জানান, ‘এটি তার ব্যক্তিগত, আধ্যাত্মিক সফর, আসুন তার গোপনীয়তাকে সম্মান করি। দলের কর্মীদের এই সফরে শারীরিকভাবে উপস্থিত না হওয়ার অনুরোধ রইল। আপনারা তার প্রতি আধ্যাত্মিক সমর্থন দেখাতে পারেন এবং পরেরবার যখন তিনি আসবেন তখন তার সঙ্গে দেখা করতে পারেন।’
পাঞ্জাবে কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খাইরাকে গ্রেপ্তার নিয়ে কংগ্রেস এবং ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) মধ্যে উত্তেজনার মধ্যে রাহুল গান্ধী অমৃতসর সফর এসেছেন।
কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খাইরাকে গত সপ্তাহে পাঞ্জাব পুলিশ মাদক চোরাচালান ও অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছিল।