হেফাজতকে বিতাড়িত করার ডাক আ জ ম নাছিরের
ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার আপডেট: ১১:৫৯ পিএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার
চট্টগ্রাম থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর জুনায়েদ বাবুনগরীসহ বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকারীদের প্রতিহতের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বুধবার (৯ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, পাকিস্তানি প্রেতাত্মা বিএনপি-জামায়াতের মদদপুষ্ট হেফাজত ইসলামের নেতা মামুনুল হক জাতির জনকের ভাস্কর্য নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে বিভ্রান্তির অপরাজনীতি চালিয়ে যাচ্ছে। ইসলামের ফতোয়া দিয়ে দেশে অনৈসলামিক অপতৎপরতা সৃষ্টি করছে। তাদের ইন্ধনেই কুষ্টিয়ায় জাতির জনকের ভাস্কর্য ভাংচুর করা হয়েছে।
দেশের বিভিন্ন জায়গায় মেজর জিয়ার ভাস্কর্য রয়েছে। কিন্তু সেই ভাস্কর্য নিয়ে হেফাজত ইসলামের কোন মাথাব্যথা নেই। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য,শহীদ মিনার,স্মৃতিসৌধ নিয়েই তাদের যত রাজনীতি। জাতির জনককে নিয়ে আর যদি কোন বক্তব্য দেয়া হয়, আর যদি ধর্মপ্রাণ মানুষকে ধর্মের দোহাই দিয়ে বিভ্রান্ত করা হয়-তাহলে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে হেফাজত ইসলামকে চট্টগ্রাম থেকে বিতাড়িত করবে।
সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি নঈম উদ্দিন আহমেদ চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মসিউর রহমান, চন্দন ধর, এড.ইফতেখার সাইমুল চৌধুরী, শফিকুল ইসলাম ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে আয়োজিত বিক্ষোভ মিছিল আন্দরকিল্লা থেকে জামালখান হয়ে নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ চট্টগ্রাম প্রেসক্লোবে এসে শেষ হয়।