এখন পর্যন্ত মাস্কই করোনার টিকা: চসিক প্রশাসক
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, জনসাধারণকে মনে রাখতে হবে এখন পর্যন্ত মাস্কই টিকা। কোনভাবেই মাস্ক পকেটে, থুতনিতে রাখা যাবে না। যথা নিয়মে নাক মুখ ঢেকে তা ব্যবহার করতে হবে। চট্টগ্রাম নগরীর ৬০ লাখ অধিবাসীকে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে নিরাপদ ও সুরক্ষিত থাকতে হবে। নিয়ম পালনে কঠোরতা নগরবাসীর ভুল বোঝার কোনো অবকাশ নেই। দেশের স্বার্থে নগরবাসী সিটি করপোরেশনকে সহযোগীতা করবে এটাই প্রত্যাশা।
করোনা সংক্রমণ থেকে রক্ষায় জনসাধারণকে মাস্ক পরিধান নিশ্চিতে নগরীর পাঁচ পয়েন্টে বসানো চেকপোস্ট পরিদর্শন শেষে নগরবাসীর উদ্দেশ্যে সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন এসব কথা বলেন।
বুধবার (৯ ডিসেম্বর) সকাল থেকে নগরীর সিমেন্ট ক্রসিং, সিটি গেইট, কাপ্তাই রাস্তার মাথা, অক্সিজেন মোড়, শাহ আমানত সেতু সংলগ্ন মোড়ে বসানো হয় চেকপোস্ট। সিটি করপোরেশনের পাশাপাশি এতে সহযোগিতা করছে রেড ক্রিসেন্ট ও বিএনসিসি টিম।
পরিদর্শনকালে প্রশাসক সিটি গেইটে আন্তঃজেলা, অক্সিজেন মোড়ে চট্টগ্রাম উত্তর ও শাহ আমানত সেতু এলাকায় দক্ষিণ জেলা থেকে শহরে প্রবেশ করা বেশকিছু দূরপাল্লার বাস, ট্রাক, লরি থামিয়ে চালক-হেলপার ও যাত্রীরা মাস্ক পরিধান করছেন কিনা তা তল্লাশি চালান। এসময় তিনি যারা মাস্ক পরেনি তাদের শহরে ঢুকতে না দিয়ে বুঝিয়ে নিজ বাসস্থানে ফেরত পাঠান ।
চসিক প্রশাসক বলেন, করোনা মোকাবেলায় আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মানুষকে সচেতন করা। একমাত্র সচেতনতাই পারে এই সংক্রমণ থেকে আমাদের রক্ষা করতে।
অভিযানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলী, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের কমান্ডার মেজর এ কে এম শামসুদ্দিন, সার্জেন্ট বশীর হেলাল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম সিটি ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী, রেড ক্রিসেন্টের সব্যসাচী দেবনাথ, রাহাত ইসলাম, তমা দেব নাথ।