অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

উড়ন্ত ট্যাক্সি বিভাগ বিক্রি করছে উবার

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০১:৪৯ পিএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার   আপডেট: ০২:২৬ পিএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার

ক্যালিফোর্নিয়া ভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান জবি এভিয়েশনের কাছে নিজেদের উড়ন্ত ট্যাক্সি বিভাগ ‘এলিভেট’ বিক্রি করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার।

এলিভেট হলো দ্বিতীয় ব্যবসা যা উবার বিক্রি করছে তাদের আর্থিক ক্ষতি পোষানোর জন্য। এর আগে সোমবার (৭ ডিসেম্বর) উবার তাদের ‘স্বতন্ত্র চালক’ বিভাগকে স্টার্ট-আপ প্রতিষ্ঠান ‘অরোরা’র কাছে বিক্রি করে দেয়। 

জবির কাছে ব্যবসা বিক্রি হলেও এটা তাদের সম্পর্কের নতুন সূচনা বলে মন্তব্য করেছে উভয় প্রতিষ্ঠান। 

এ প্রসঙ্গে উবারের প্রধান নির্বাহী দারা খোসরোশাহি বলেন, এই চুক্তির ফলে জবির সাথে আমাদের সম্পর্ক আরও গভীর হবে। অবশ্যই এই প্রযুক্তি দিয়ে মার্কেটে তারা এগিয়ে থাকবে। এই চুক্তির পর উবার জবি এভিয়েশনে ৭৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

উবারের উড়ন্ত ট্যাক্সি বিভাগ ‘এলিভেট’ ২০১৬ সালে শুরু হয় এবং চলতি বছরের শুরুতেই তারা ২০২৩ সালের মধ্যে লস অ্যাঞ্জেলেস, ডালাস ও মেলবোর্নে উড়ন্ত ট্যাক্সি চালু করার প্রতিশ্রুতি দেয়। 

এলিভেটর কেনার আগে জবি এই ব্যবসার অংশীদার ছিল এবং আগামী দিনে কোম্পানি দুটি নিজেদের অ্যাপে পরস্পরের সেবাও যুক্ত করবে বলে জানিয়েছে। 

লাভের মুখ দেখতেই উবার এলিভেট বিক্রি করেছে। যদিও প্রতিষ্ঠানটি বলছে ২০২১ সালের শেষে তারা লাভ করবে তবে শেষ তিন মাসে প্রতিষ্ঠানটির ৬২৫ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।