অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডেঙ্গু সচেতনতায় বিএনপির ৩ দিনের কর্মসূচি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৩ সোমবার  

ডেঙ্গু প্রতিরোধ ও এ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দেশের সব মহানগরে এ কর্মসূচি পালিত হবে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ডেঙ্গু নিয়ে জনসচেতনতা মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) থেকে ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত ৩ দিনব্যাপী ঢাকাসহ সকল মহানগরে লিফলেট বিতরণ করবে বিএনপি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

রিজভী বলেন, ডেঙ্গুতে মৃত্যু কমছে না। সারা বছর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। তবে বর্ষা ও শরৎ মৌসুমে এর প্রকোপ বৃদ্ধি পায়। চলতি সেপ্টেম্বরের শুরু থেকেই ডেঙ্গুতে মৃতের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।