অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশ একাদশে এক পরিবর্তন 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:০৪ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার  

এশিয়া কাপের গুরুত্বপূর্ণ রাউন্ডে আজ শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ একাদশে আজ একটি পরিবর্তন।   

প্রতিপক্ষ হিসেবে শ্রীলংকা সহজ নয়। গ্রুপ পর্বে এই শ্রীলঙ্কার কাছেই ক্যান্ডিতে হেরেছিল বাংলাদেশ। আরও একটা পরিসংখ্যান মাথায় আছে বাংলাদেশের। 

ওয়ানডে গত ১২ ম্যাচ অপরাজিত শ্রীলঙ্কা। দলটির এই বিজয় রথ থামাতে বাংলাদেশকে আজ কঠিন পরীক্ষা দিতে হবে। 
    
টস জিতে সাকিবের ফিল্ডিং বেছে নেওয়ার কারণ জানাননি সাকিব। সেমিতে খেলতে হলে আজ জয় ছাড়া অন্য কোনো অপশন নেই সাকিবের সামনে।

আজ একজনকে বদল করে একাদশ সাজিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আফিফ হোসেনের জায়গায় একাদশে এসেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। 

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, ডিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মাহিশ তিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাতিরানা।