অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মারা গেলেন ‘জেলার’ অভিনেতা জি মারিমুথু

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০১:২০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার   আপডেট: ০১:২২ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

দক্ষিণি তারকা রজনীকান্তের ‘জেলার’ ছবির অভিনেতা ও পরিচালক জি মারিমুথু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল বয়স হয়েছিল ৫৮ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য হয়েছে অভিনেতার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে শেষ নিশ্বাস ত্য়াগ করেন জি মারিমুথু। এদিন তিনি তার শো এথিরনিচলের ডাবিং করছিলেন। কাজের মাঝেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালেই মৃত্য়ু হয় এ অভিনেতার।

মৃত্যুকালে জি মারিমুথু স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণি সিনেমা পাড়ায়। এই শোক ছুঁয়ে গেছে রজনীকান্তকে। সামাজিক মাধ্যমে অভিনেতাকে নিয়ে শোকবার্তা দিয়েছেন তিনি।

দুই বছরের বিরতি ভেঙে ফিরেছেন সুপারস্টার রজনীকান্ত। ফিরেই দখল করে নিয়েছেন বিশ্বের চার হাজার সিনেমা হল। এই যাত্রায় পর্দায় তার সঙ্গী ছিলেন জি মারিমুথু। এখনও তাণ্ডব চালাচ্ছে ‘জেলার’ ছবিটি। সেই সাফল্য উপভোগ করতে করতেই চলে গেলেন অভিনেতা।