খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য আবারও আবেদন পরিবারের
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০১:৪০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে তার পরিবার। খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
সাবেক এ প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব তাকে বিদেশে পাঠাতে মেডিকেল বোর্ড আবারও পরামর্শ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করেন খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানিয়েছেন, ম্যাডামের (খালেদা জিয়ার) পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে শুনেছি। এর বেশি কিছু জানি না।
বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ। তাকে সুচিকিৎসা থেকে সরকার বঞ্চিত করছে। তার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবি আমরা বহুবার করেছি, করছি। কিন্তু সরকার এখন পর্যন্ত সুচিকিৎসার ব্যবস্থা করছে না। এটা অত্যন্ত অমানবিক।
এদিন রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান মহাসচিব। সেখানে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।