অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রথম দিনেই ‘জাওয়ান’র আয় ২০০ কোটি

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ১১:৫১ এএম, ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার  

এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ। গতকাল মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘জাওয়ান’। শুরু থেকেই এই সিনেমা নিয়ে শাহরুখ ভক্তদের মধ্যে উন্মাদনার কমতি ছিল না। তার প্রভাব দেখা গেছে বক্স অফিসেও। গড়েছে নতুন নতুন রেকর্ড।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের তথ্যানুযায়ী, প্রথম দিনই ভারত থেকে এই সিনেমা আয় করেছে প্রায় ৭৫ কোটি রুপি। যা শুধু প্রথম দিন নয়, যে কোনো দিনের সর্বোচ্চ আয়। এর আগে মুক্তির দ্বিতীয় দিন পাঠান আয় করেছিল ৭০ কোটি রুপি।

হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাওয়া এই সিনেমার শুধু হিন্দি ভার্সনের আয় ৬৫ কোটি রুপি। যা হিন্দি সিনেমার ইতিহাসে রেকর্ড। বছরের শুরুতে ‘পাঠান’ দিয়ে ৫৭ কোটি রুপি আয় করে এই রেকর্ড গড়েছিলেন শাহরুখ নিজেই। এবার নতুন করে ইতিহাস লিখলেন তিনি।

এতেই ক্ষান্ত হননি শাহরুখ। গড়েছেন বিশ্বজুড়ে হিন্দি সিনেমার ইতিহাসের সর্বোচ্চ আয়ের রেকর্ডও। প্রথম দিন বিশ্বজুড়ে জাওয়ান-এর আয় ১৫০ কোটি রুপির বেশি। যা বাংলাদেশি টাকায় প্রায় ২০০ কোটি টাকা।

তবে প্রথম দিনের সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার তালিকায় জাওয়ান চতুর্থ। তালিকার প্রথম তিনটি হলো প্যান ইন্ডিয়ান সিনেমা ‘আরআরআর’, ‘বাহুবলি ২’, ‘কেজিএফ ২’। সিনেমাগুলোর প্রথম দিনের আয় যথাক্রমে প্রায় ২২৩ কোটি, ২১৪ কোটি, ১৬৪ কোটি রুপি।

গতকাল (৭ সেপ্টেম্বর) প্রায় ১০ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার পরিচালিত 'জাওয়ান'। শাহরুখ ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন, নয়নতারা, বিজয় সেতুপতি প্রমুখ। অতিথি চরিত্রে দেখা গেছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।