অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জি-২০ সম্মেলনে ভিডিওবার্তাও দেবেন না পুতিন

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯ এএম, ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার  

ভারতে অনুষ্ঠেয় বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী দেশগুলোর অর্থনৈতিক জোট জি-২০ এবারের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এবার এ সম্মেলনে ভার্চুয়ালিও যোগ দেবেন না বলে ঘোষণা এসেছে। 

বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়। 

চলতি বছরের জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে দুদিনের এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

এবারের সম্মেলনে পুতিন কোনো ভিডিওবার্তা দেবেন কিনা, এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এমন কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, এবারের জি-২০ শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তার নেতৃত্বে সব কাজ হবে। তিনি এখন প্রতিবেশী দেশ বাংলাদেশ সফরে রয়েছেন।

এর আগে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত পাঁচ দেশের অর্থনৈতিক জোট ব্রিকস গ্রুপের শীর্ষ সম্মেলনে সশরীরে যোগ দেননি পুতিন। তার পরিবর্তে সের্গেই লাভরভ রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন। অবশ্য ব্রিকস সম্মেলনে না গেলেও তখন ভার্চুয়ালি বক্তব্য দিয়েছিলেন পুতিন। ওই বক্তব্যে ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমাদের সমালোচনা করেছিলেন তিনি।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। যদিও এ ধরনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে ক্রেমলিন। ফলে আইসিসির কোনো সদস্য দেশে গেলে গ্রেফতার হতে পারেন পুতিন।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিদেশ সফর একেবারে কমিয়ে দিয়েছেন পুতিন। গত বছরের জুলাই মাসে ইরান এবং ডিসেম্বরে ঘনিষ্ঠ মিত্র বেলারুশের সংক্ষিপ্ত সফরসহ হাতেগোনা কয়েকটি বিদেশ সফর করেছেন তিনি।