অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মালিতে জোড়া হামলায় সেনাসহ নিহত ৬৫

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১১:২৮ এএম, ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার  

মালির উত্তর-পূর্বাঞ্চলে দুটি আলাদা জঙ্গি হামলায় অন্তত সেনা সদস্যসহ ৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার জাতীয় টেলিভিশনে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির অন্তর্বর্তী সরকার।

এতে বলা হয়, একটি সামরিক ক্যাম্প এবং একটি জাহাজে জঙ্গিরা হামলা চালায়। এতে কমপক্ষে ৪৯ বেসামরিক নাগরিক এবং ১৫ সেনা নিহত হয়েছেন। 

বৃষ্টিতে গাঁও শহর প্লাবিত হওয়ায় সেখানকার বাসিন্দারা একটি নৌকায় করে নিরাপদ আশ্রয়ে যাচ্ছিল। এ সময় সন্দেহভাজন বিদ্রোহীরা জাহাজটিতে হামলা চালায়।

মালির উত্তর-পূর্বে গাঁও অঞ্চলের প্রশাসনিক মহকুমা বোরেম সার্কেলের একটি সামরিকঘাঁটিতেও হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় সেনাদের গুলিতে অন্তত ৫০ হামলাকারী নিহত হয়।

এসব ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে মালির অন্তর্বর্তী সরকার।