পাহাড়ে বেড়াতে গিয়ে অপহৃত ঢাবি শিক্ষার্থী উদ্ধার
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ১২:৩১ এএম, ৭ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে যাওয়ার পথে দ্বীপিতা চাকমা (২৪) নামে অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে উদ্ধার করেছে সাজেক থানা পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় দ্বীপিতা চাকমাকে সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম থেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির পুলিশ রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ।
পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ বলেন, ‘সাজেক থানাধীন সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম এলাকা থেকে সাজেক থানা পুলিশ অপহৃত ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার করেছে। ওই ছাত্রী পুলিশ হেফাজতে রয়েছেন। বেলা সোয়া ১২টার দিকে সাজেকে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী গাড়ি গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে।’
এর আগে, বুধবার বেলা আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিজকছড়া এলাকা থেকে দ্বীপিতা চাকমা অপহরণ করা হয়েছিল।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বীপিতা চাকমা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বর্তমানে সে একই বিভাগের স্নাতকোত্তরে (মাস্টার্স) অধ্যয়নরত আছেন। ঢাবিতে পড়াশোনা করলেও দ্বীপিতার গ্রামের বাড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলায়। সে উপজেলার বাসিন্দা শীতেন্দ্র বিকাশ চাকমার মেয়ে।