পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৩ বুধবার
এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। শুরুতেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ আউট হন। এরপর আরও তিন ব্যাটারকে হারিয়েছে বাংলাদেশ।
টস জিতে ব্যাট করতে নেমে শুরতেই উইকেট হারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে রান যোগ করার আগেই নাসিম শাহর বলে আউট হন মিরাজ। এরপর ক্রিজে আসেন লিটন দাস।
নাইম শেখকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন। শুরুটা ভালোই করেছিলেন। তবে তা ধরে রাখতে পারেননি। দলীয় ৩১ রানে ১৩ বলে ১৬ রান করে আউট হন এই ব্যাটার।
লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন সাকিব আল হাসান। এরপর দলীয় ৪৫ রানে সাজঘরে ফিরে যান ওপেনার নাইম। ২৫ বলে ২০ রান করে আউট হন তিনি। এরপর ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান তাওহিদ হৃদয়। ৯ বলে ২ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত পাওয়ার প্লের ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।