অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আজ হারলেই বিদায় নেবে ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬:০৭ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৩ সোমবার   আপডেট: ০৬:০৮ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৩ সোমবার

জিতলেই সুপার ফোর নিশ্চিত। ভারত-নেপাল দুই দলের সামনে একই সমীকরণ। এই সমীকরণ সামনে রেখে টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের মুখোমুখি প্রথমবার এশিয়া কাপে সুযোগ পাওয়া নেপাল।

এমন ম্যাচে ওপেনার ভুরটেলের আউট হওয়ার পর মাঠে নেমে ছিলেন ভিম শারকি। তিনিও বেশিক্ষণ মাঠে টিকে থাকতে পারেননি। রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেপালের সংগ্রহ ২৭ ওভারে ৪ উইকেটে ১১৪ রান।

শ্রীলংকার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নেপালের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কুশল ভুরটেল ও আসিফ শেখ। এখন ১৬ বলে ৭ রান নিয়ে মাঠে আছেন গুলশান ও আসিফ ৮৬ বলে ৪৯ রান।

শুরু থেকেই দেখে খেলতে থাকেন কুশল ও আসিফ। তবে একটু পরই আক্রমণ শুরু করেন তারা। ষষ্ঠ ওভারে মোহাম্মদ সিরাজকে ছক্কা হাঁকিয়ে অন্য কিছুরই যেন ইঙ্গিত দেন কুশল।

দারুণ ব্যাট করতে থাকা ভুরটেল পরাস্ত হন দশম ওভারে। শার্দুল ঠাকুরের নিরীহ এক ডেলিভারিতে খোঁচা দিতে গিয়ে ঈশান কিষাণের তালুবন্দী হন তিনি। এর আগে মাত্র ২৫ বলে করেন ৩৮ রান।

ভারত দল

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও প্রসিধ কৃষ্ণ।

নেপাল দল

রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ, কুশল ভুর্টেল, ললিত রাজবানশি, ভিম শারকি, কুশাল মাল্লা, দিপেন্দ্র সিং আইরি, সন্দীপ লামিচান, কারান কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, আরিফ শেখ, প্রতিশ জিসি, কিশোর মাহাতো, সুন্দীপ জোরা, অর্জুন সৌদ ও শ্যাম ধাকাল।