অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিদেশিদের হাতে নয়, ক্ষমতার ট্রাম্পকার্ড জাতীয় পার্টি: বাবলা

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০:১৫ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার  

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, অনেকেই ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের কাছে ধরনা দেয়। কিন্তু ক্ষমতায় নেওয়ার মালিক এ দেশের জনগণ, যারা লাঙ্গলে ভোট বিপ্লব ঘটানোর জন্য অপেক্ষায় রয়েছেন। তাই বিদেশিদের হাতে নয়, বরাবরের মতো এবারো ক্ষমতায় যাওয়ার ট্রাম্পকার্ড জাতীয় পার্টির হাতে। 

শুক্রবার বিকালে নিজ নির্বাচনী এলাকা কদমতলী থানার জুরাইন বিড়ি ফ্যাক্টরি সড়কে ৫২ ও ৫৩নং ওয়ার্ড জাতীয় পার্টি অয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবলা বলেন, আমাদের পার্টির চেয়ারম্যান সময়ের সাহসী সন্তান জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে। আর জনগণের ভোটে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে।

বাবলা বলেন, জাতীয় পার্টি অবশ্যই অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও সহিংসতামুক্ত জাতীয় নির্বাচন চায়। এজন্য যেকোনো বন্ধুপ্রতিম রাষ্ট্রের সুপরামর্শ আমাদের সহায়ক হতে পারে। তবে আমরা দেখছি, জাতীয় নির্বাচন নিয়ে দেশি-বিদেশি নানা খেলাধুলা চলছে। বহু পরাশক্তিধর রাষ্ট্র নির্বাচন নিয়ে নানা প্রেসক্রিপসন দিচ্ছে। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমাদের যদি কারো প্রেসক্রিপসনে চলতে হয়, তা হবে জাতির জন্য লজ্জাকর। 

তিনি বলেন, বলতে দ্বিধা নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার নির্বাচনী এলাকাসহ সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। মানুষ অবশ্যই উন্নয়ন চায়, তবে তার আগে পেটে ভাত চায়। 

৫৩নং জাপার সভাপতি এসএম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, কদমতলী থানা জাপার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, কদমতলী থানা জাতীয় পার্টির সহ-সভাপতি জুয়েল ওসমান, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সুমন, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন মিন্টু, ৫২নং ওয়ার্ড জাপার সভাপতি হাসান আলী, ৫৩নং ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক শাহ আলম, কদমতলী থানা যুব সংহতির সভাপতি সজিব আহমেদ, কদমতলী থানা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন যুবরাজ, কদমতলী থানা মহিলা পার্টি সমস্য সচিব শাম্মি আক্তার, যুগ্ম আহবায়ক পারুল আক্তার।