কোহলির রেকর্ড ভাঙতে সাত রান পেছনে বাবর
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪২ এএম, ১ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার
এশিয়া কাপে শনিবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই ম্যাচে বিরাট কোহলির একটি রেকর্ড ভেঙে দিতে পারেন বাবর আজম। সেই রেকর্ড ভাঙতে মাত্র সাত রান দরকার বাবরের। ক্যান্ডিতে সেই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে।
অধিনায়ক হিসাবে ওডিআইতে দ্রুততম ২০০০ রান করার রেকর্ড রয়েছে কোহলির। বাবর অধিনায়ক হিসাবে ৩০ ইনিংসে ১৯৯৪ রান করেছেন। আর সাত রান করলেই কোহলিকে টপকে যাবেন তিনি।
বুধবার নেপালের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে একটি রেকর্ড গড়েছেন বাবর। দ্রুততম ক্রিকেটার হিসাবে ১৯তম শতরান করেছেন তিনি। বাবরের লেগেছে ১০২ ইনিংস।
তিনি টপকে গেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলাকে। তার লেগেছিল ১০৪ ইনিংস। এখানে অনেকটাই পিছিয়ে কোহলি। তার লেগেছিল ১২৪ ইনিংস।
ইউক্রেনের সেনা ঝাপোরিজ্ঝিয়াতে বেশ কিছুটা এগোতে পেরেছে। এরপর তারা সবদিক থেকে রাশিয়াকে চাপে রাখতে চাইছে।