ভারতে জি-২০ সম্মেলনে এড়িয়ে যেতে পারেন শি জিনপিং
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ৩১ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
আগামী মাসে ভারতে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্ভবত এই ইভেন্টে যোগ দেওয়ার জন্য ভারতে যাবেন না।
ভারত ও চীনের বেশ কয়েকটি সূত্রের বরাতে বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে ভারতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলন এড়িয়ে যেতে পারেন।
দুই ভারতীয় কর্মকর্তা বলেছেন, চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং ৯-১০ সেপ্টেম্বর নয়া দিলিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে বেইজিংয়ের প্রতিনিধিত্ব করবেন বলে ধারণা করা হচ্ছে।
রয়টার্স বলছে, এই দুই ভারতীয় কর্মকর্তার একজন চীনে দায়িত্ব পালনরত কূটনীতিক এবং অন্যজন জি-২০ জোটভুক্ত একটি দেশে কর্মরত রয়েছেন।