নিউইয়র্কে অনুমতি ছাড়াই দেওয়া যাবে আজান
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ০৬:২১ পিএম, ৩০ আগস্ট ২০২৩ বুধবার
এখন থেকে বিশেষ অনুমতি ছাড়া জুমার নামাজ ও রমজান মাসে মাগরিবের নামাজের আজান প্রচারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ।
সিএনএন জানিয়েছে, মুসল্লিদের নামাজের সুবিধার্থে নতুন নির্দেশনা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, শুক্রবার জুমার দিনে সাড়ে ১২টায় অনুমতি ছাড়াই আজান দেওয়া যাবে। কোনা বাধা ছাড়াই মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন। খবর
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, নতুন নীতি অনুযায়ী, শুক্রবারের জুমার নামাজ ও পবিত্র রমজানে প্রকাশ্যে মাগরিবের আজান প্রচারের জন্য মসজিদগুলোকে এখন থেকে আর কোনো বিশেষ অনুমতি নিতে হবে না।
এর আগে শনিবার শহরের মেয়র অফিসের কমিউনিটি অ্যাফেয়ার্স কর্তৃপক্ষ প্রকাশ্যে আজান দেওয়ার অনুমোদন দেয়। মুসলিম কমিউনিটির আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্যের এই ঘোষণায় আনন্দের জোয়ার বইছে মুসলিম সমাজে।