অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২৯ আগস্ট ২০২৩ মঙ্গলবার  

সিলেট মহানগরীর আশপাশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

তবে এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভূকম্পন অনুভূত হওয়ায় সিলেট নগরীর বিভিন্ন এলাকার উঁচু ভবনে বসবাসরত অনেক মানুষ নিচে নেমে আসেন। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুবায়েত কবির বলেন, খুবই মৃদু আকারের একটি ভূমিকম্পনের তথ্য পাওয়া গেছে। বিস্তারিত জানতে আরও একটু সময় লাগবে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি। ভূমিকম্প হয়েছে জানতে পেরেছি। তবে মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে এখনও অবগত হইনি।

এর আগে ১৪ আগস্ট সোমবার রাত ৮টা ৪৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রে ও সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে, সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫ মাত্রা। যার উৎপত্তিস্থল ছিল আসামের মেঘালয়।