অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খুনের প্ররোচনার অভিযোগ থেকে মুক্ত হলেন ইমরান খান

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২৮ আগস্ট ২০২৩ সোমবার  

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা খুনের প্ররোচনার একটি অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।  জুনে কোয়েটা শহরের বিমানবন্দর সড়কে খুন হন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল রাজ্জাক। তার বাবার খুনের পেছনে ইমরান আছেন, এমন অভিযোগ এনে মামলা করেন রাজ্জাকের ছেলে। ওই মামলায় জুনেই খুনের প্ররোচনার জন্য অভিযুক্ত হন ইমরান। 

এই অভিযোগ খারিজ করে দেওয়ার পর সোমবার তা উদযাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ করা এক পোস্টে ইমরানের আইনজীবী নাঈম পাঞ্জুথা বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ।’

আদালতের এই রায়ের বিষয়ে মন্তব্য জানার জন্য পাকিস্তানের কোনো সরকারি কৌঁসুলিকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

হত্যাকাণ্ডের শিকার হওয়ার আগে আইনজীবী রাজ্জাক আদালতে একটি পিটিশন দাখিল করেছিলেন। তাতে তিনি বলেছিলেন, আস্থা ভোটে হারার পর (২০২২ এর এপ্রিলে) অসাংবিধানিকভাবে পার্লামেন্টে ভেঙে দেওয়ার জন্য ইমরানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা শুরু করা যেতে পারে।  

ইমরান খানকে ৫ আগস্ট তোষাখানা দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়, তারপর থেকে কারাগারে আছেন তিনি। খুনের প্ররোচনার অভিযোগ থেকে মুক্তি পাওয়ায় কিছুটা হলেও স্বস্তি পাবেন তিনি।