অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে ‘জওয়ান’

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ১০:৫৭ পিএম, ২৭ আগস্ট ২০২৩ রোববার  

বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমা নিয়ে দর্শকের মাতামাতি কিছুটা বেশিই দেখা যায়। আর পাঠান ঝড়ের পর তো এই আগ্রহ যেন বেড়ে গেছে দ্বিগুণ। এবার আসন্ন সিনেমা ‘জওয়ান’র দিকে নজর সবার। আগামী ৭ সেপ্টেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি। তবে বাংলাদেশের শাহরুখ ভক্তদের জন্য খুশির খবর হলো সারা বিশ্বের সঙ্গে একই দিনে এদেশেও মুক্তি পাবে বহুল আলোচিত সিনেমা ‘জওয়ান’। 

সংবাদ মাধ্যম অনুযায়ী, আমদানির ভিত্তিতে সিনেমাটি মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। ‘জওয়ান’ বাংলাদেশে আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার নির্মাতা-প্রযোজক অনন্য মামুন জানান, শাহরুখ ভক্তদের জন্য সুসংবাদ ‘জওয়ান’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে। তথ্য মন্ত্রণালয় রোববার (২৭ আগস্ট) তাদের সিদ্ধান্ত জানিয়েছে। ‘জওয়ান’ হতে যাচ্ছে প্রথম ইন্ডিয়ান চলচ্চিত্র যা একইসঙ্গে মুক্তি পাবে বাংলাদেশ। কথা দিয়েছিলাম, কথা রাখার চেষ্টা করলাম।  
 
এর আগে, ৭টি পরিবর্তনের বিনিময়ে সেন্সরের ইউ/এ ক্যাটাগরির সার্টিফিকেট পেয়েছে ‘জওয়ান’ সিনেমাটি। এ সনদের অর্থ হলো, সিনেমাটি বানানো হয়েছে মাঝবয়সী দর্শকদের কথা মাথায় রেখে। তবে বাবা-মায়ের অনুমতিতে ১২ বছরের কম বয়সীরাও দেখতে পারবে।
 
জানা যায়, ‘জওয়ান’ সিনেমায় ছয়জন বিশিষ্ট স্টান্ট পরিচালক দিয়ে অ্যাকশন দৃশ্যগুলো করা হয়েছে। এর আগে এই স্টান্ট পরিচালকরা অ্যাভেঞ্জারস এবং স্টার ট্রেকের মতো সিনেমায় কাজ করেছেন। কিং খানকে নতুনরূপে পর্দায় দেখতে অপেক্ষায় রয়েছেন দর্শকরা। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘জওয়ান’ সিনেমাটি।
 
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। এছাড়া দীপিকাকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।

অ্যাটলি কুমারের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট।