অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৮ সেকেন্ড বাইরে থাকায় ৩ লাখ টাকা জরিমানা 

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৪:১৩ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার   আপডেট: ০৪:৪৪ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

মাত্র আট সেকেন্ড কোয়ারেন্টিন নীতি ভঙ্গ করায় এক ব্যক্তিকে ৩,৬০০ মার্কিন ডলার জরিমানা করেছে তাইওয়ান। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ লাখ টাকা। 

ওই ব্যক্তি তাইওয়ানে প্রবাসী শ্রমিক। তিনি ফিলিপাইনের নাগরিক। তাইওয়ানিজ কওসিয়াং সিটির একটি হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন। 

গেল ১৯ নভেম্বর মাত্র ৮ সেকেন্ড সেই নিয়ম ভাঙেন ওই শ্রমিক। সঙ্গে সঙ্গে তা ক্যামেরায় ধরা পড়ে। তাতে দেখা যায়, সেসময় পাশের রুমের বন্ধুদের কিছু দিতে গিয়েছিলেন তিনি।  

তাইওয়ানের জনস্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ওই ব্যক্তিকে আগেই জানানো হয়েছিল; অনুমতি ছাড়া বাইরে যাওয়া যাবে না। তবু তিনি গেছেন। তাই তাকে ৩,৬০০ ডলার জরিমানা করা হয়েছে।  

বিদেশ থেকে ভ্রমণে যাওয়া ব্যক্তিদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে তাইওয়ান। বাইরে থেকে আসা দেশটির নাগরিকদের জন্যও তা প্রযোজ্য। নিয়ম ভাঙলে জরিমানা আবশ্যক।