অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মূকাকুর জন্মদিন

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৭ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার   আপডেট: ০১:২৫ পিএম, ১৭ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার

নিথর মাহবুব। দেশের জনপ্রিয় একজন মূকাভিনয় শিল্পী। কথা ছাড়াই অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন তিনি। শিশু-কিশোরদের কাছে মূকাকু হিসেবে রয়েছে তার বিশেষ পরিচিত। মূকাভিনয়ের বাইরে মঞ্চ ও টিভি নাটকে অভিনয় করেও তিনি দর্শকদের মুগ্ধ করছেন।

১৮ আগস্ট নিথর মাহবুবের জন্মদিন। প্রতি বছর জন্মদিনকে ঘিরে তিনি মঞ্চে শো করেন। তারই ধারাবাহিকতায় গত ১৫আগস্ট তিনি এবং তার দল মাইম আর্ট এর সদস্যরা মিলে দনিয়া মাসুদ মঞ্চে শিশু-কিশোরদের জন্য মূকাভিনয় পরিবেশন করেন।

গত বছর জন্মদিনে এই শিল্পী প্রকাশ করেছিলেন নিজের লেখা ও সুরে নিজের কণ্ঠে ‘আগন্তুক’ শিরোনামের একটি গান। জীবন মুখী এই গানটি ব্যাপক প্রশংসিত হলে এর পর গত এক বছরে প্রকাশ করেছেন ‘মুদ্রাস্ফীতি’ ও ‘পদ্মার গয়না’ নামে আরও দুটি গান। বর্তমানে প্রকাশের অপেক্ষায় আছে বেকার সমস্যা নিয়ে একটি গান। 

মূকাভিনয় চর্চা করার পাশাপাশি শিল্পটিকে জনপ্রিয় করতে নিথর মাহবুব চালাচ্ছেন নানা কর্মকাণ্ড। শিল্পটির প্রচার প্রসারের জন্য ২০০৮ সালে ঢাকায় গড়ে তুলেন মাইম আর্ট নামে মূকাভিনয় দল।