অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কাতার বিশ্বকাপ বাছাইয়ে উয়েফার গ্রুপ ও সময় প্রকাশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬ এএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার   আপডেট: ১০:৫৯ এএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

২০২২ সালের কাতার বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। দক্ষিণ আমেরিকায় ইতোমধ্যে বাছাইপর্ব শুরু হলেও পিছিয়ে ছিল ইউরোপ।  

২০২০ সালের ইউরো আগামী বছর আয়োজনের জন্য এতদিন বিশ্বকাপের গ্রুপ ভাগ করেনি উয়েফা৷ তবে করোনায় উয়েফা চ্যাম্পিয়নশীপ অনিশ্চিত হওয়ায় সোমবার (৭ ডিসেম্বর) বিশ্বকাপ বাছাইপর্বের সূচি ও গ্রুপ তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। 

দশটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলগুলে সরাসরি বিশ্বকাপে অংশ নিবে। আর বাকি তিনটি দল প্লে-অফ জিতে অংশ নিতে পারবে।

ম্যাচগুলে শুরু হবে ২০২১ সালের  ২৪ মার্চ থেকে। শেষ হবে নভেম্বরে। দেখে নিন বিশ্বকাপের পথে কে কার বাঁধা হচ্ছে। 

গ্রুপ- এ
পর্তুগাল, সার্বিয়া, আয়ারল্যান্ড , আজারবাইজান, লুক্সেমবার্গ

গ্রুপ- বি
স্পেন, সুইডেন, গ্রিস, জর্জিয়া, কসভো

গ্রুপ- সি
ইতালি, সুইজারল্যান্ড , দক্ষিণ আয়ারল্যান্ড, বুলগেরিয়া, লিথুনিয়া

গ্রুপ-ডি
ফ্রান্স, ইউক্রেন, ফিনল্যান্ড, বসনিয়া-হারজেগোভিনা, কাজাখস্তান 

গ্রুপ- ই
বেলজিয়াম, ওয়েলস, চেক রিপাবলিক, বেলারুশ, এস্তোনিয়া 

গ্রুপ- এফ
ডেনমার্ক, অস্ট্রিয়া, স্কটল্যান্ড, মলদোভা, ইসরাইল, ফেরয় আইল্যান্ড

গ্রুপ- জি
নেদারল্যান্ডস, তুরস্ক, নরওয়ে, লাটভিয়া, মন্টেনেগ্রো, জিব্রাল্টার

গ্রুপ- এইচ
ক্রোয়েশিয়া, স্লোভাকিয়া, রাশিয়া, সাইপ্রাস, মাল্টা

গ্রুপ- আই
ইংল্যান্ড, পোল্যান্ড, হাঙ্গেরি, আলবানিয়া, অ্যান্ডোরা, স্যান মেরিনো 

গ্রুপ- জে
জার্মানি, রোমানিয়া, আইসল্যান্ড, নর্থ ম্যাসাডোনিয়া, আর্মেনিয়া, লিচটেনস্টেইন