অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১:১১ এএম, ১১ আগস্ট ২০২৩ শুক্রবার  

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাজারে ওরশে এসে ঝুঁকি নিয়ে রেলসেতু পার হতে গিয়ে বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে ট্রেনের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন।

আখাউড়া-সিলেট বাইপাস রেলপথের খরমপুর মাজার শরীফ এলাকায় এ ঘটনায় নিহত শুকুর মিয়া (৬০) নরসিংদীর মাধবীর দোয়ারি গ্রামের গাজী মিয়ার ছেলে। আরেক জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, রাত ৮টার দিকে মাজার শরীফে আসা লোকজন পুলিশের বাধা উপেক্ষা করে রেলসেতু পারাপার হচ্ছিল। এসময় ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন আসতে দেখে দুই পাশে থাকা কর্তব্যরত পুলিশ সদস্যরা হুইসেল বাজিয়ে ট্রেন আসার সংকেত দেয়। কিন্তু সবাই রেললাইন থেকে নেমে গেলে ওই দুই ব্যক্তি ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় সেতু থেকে নদীতে পড়ে নিহত হন। খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে লাশ দুটি উদ্ধার করে।

বৃহস্পতিবার থেকে আখাউড়া খরমপুর শাহ পীর কল্লা শহীদ  মাজার শরীফের সপ্তাহব্যাপী বার্ষিক ওরশ শুরু হয়েছে।