অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাস্ক ছাড়া ঢোকা যাবেনা চট্টগ্রামে, নজরদারি করবে চসিক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:৫০ পিএম, ৭ ডিসেম্বর ২০২০ সোমবার   আপডেট: ০৯:২১ পিএম, ৭ ডিসেম্বর ২০২০ সোমবার

করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রচার-প্রচারনার পাশাপাশি প্রয়োজনীয় কাজে বাইরে বের হলে জনসাধারণের মাস্ক পরা নিশ্চিত করতে মাঠে নামছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। একইসঙ্গে মাস্কবিহীন কাউকে চট্টগ্রাম নগরীতে ঢুকতেও দেওয়া হবে না।

কর্মসূচী বাস্তবায়নে দুটি গ্রুপ করা হয়েছে। তার মধ্যে একটি গ্রুপ থাকবে যারা মাস্কবিহীন কোন ব্যক্তি নগরে ঢুকতে চাইলে তাদের ফিরিয়ে দেওয়ার কাজ করবে। অন্য গ্রুপ জনবহুল এলাকার মানুষের মাঝে প্রচারপত্র বিলির পাশাপাশি মাস্ক পরিধান নিশ্চিতে ব্যবস্থা নেবে।  

চট্টগ্রাম সিটি করপোরেশনের এ কর্মসূচিতে সহযোগীতা করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাাম সিটি ইউনিট এবং বিএনসিসির কর্ণফুলী রেজিমেন্টের সদস্যরা।

সোমবার (৭ ডিসেম্বর) চসিকের টাইগারপাস অস্থায়ী অফিসে প্রশাসকের দপ্তরে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বুধবার থেকে নগরীর পাঁচ গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসচেতনতায় ব্যানার লাগানো, নগরজুড়ে মাইকিং, স্বাস্থ্য সুরক্ষা সম্বলিত প্রচার পত্র বিলি করা হবে। যে পাঁচ পয়েন্টে প্রচার প্রচারণা চালানো হবে সেসব স্থান হলো নগরীর সিমেন্ট ক্রসিং অক্সিজেন, সিটি গেইট, কাপ্তাই রাস্তার মাথা,অক্সিজেন মোড়, শাহ আমানত সেতু সংলগ্ন এলাকা।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে দেশে সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়ছে প্রতিদিন। টিকা না আসা পর্যন্ত প্রয়োজনীয় কাজে বাইরে বের হলে মাস্ক পরিধান করে সুরক্ষা নিয়ে চলাফেরার বিকল্প নেই।নগরবাসীর প্রতি অনুরোধ অবশ্যই বাইরে বের হলে মাস্ক পরবেন। মাস্ক না পরলে চট্টগ্রাম সিটি করপোরেশনের কোনো সেবা মিলবে না। করপোরেশন করোনাকালে নো মাস্ক, নো সার্ভিস সিদ্ধান্তের ভিত্তিতে নাগরিক সেবার কাজ পরিচালনা করবে।