গানের খাতা বিক্রি করে দিলেন বব ডিলান
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ৭ ডিসেম্বর ২০২০ সোমবার আপডেট: ০৮:০১ পিএম, ৭ ডিসেম্বর ২০২০ সোমবার
গোটা গানের খাতা বিক্রি করে দিলেন বিখ্যাত মার্কিন রক গায়ক বব ডিলান। তার গানের খাতাটি কিনে নিয়েছে জগতবিখ্যাত ইউনিভার্সাল মিউজিক পাবলিশিং গ্রুপ (ইউএমপিজি)।
ডিলান একাধারে গীতিকার, সুরকার, ডিস্ক জকি, কবি, লেখক ও চিত্রকর। তিনি আধুনিক রক গানের পৃষ্ঠপোষক। তা ছাড়াও সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ৭৯ বছর বয়সী কিংবদন্তি।
দীর্ঘ ৬০ বছরে (১৯৬০-২০২০ পর্যন্ত) সেই খাতায় ৬০০টি গান সংকলন করেছেন ডিলান। স্বভাবতই কপিরাইট ছিল তার দখলে। তবে এখন প্রকাশনা স্বত্ত পেল ইউনিভার্সাল মিউজিক পাবলিশিং গ্রুপ। নিঃসন্দেহে কোম্পানিটির ইতিহাসে এটি বিশাল অর্জন।
তবে কত টাকায় ডিলানের গানের খাতা কিনেছে ইউএমপিজি তা প্রকাশ করেনি। এর সম্ভাব্য দাম শত শত মিলিয়ন ডলার। নোবেলজয়ী সঙ্গীতঙ্গের এই কর্মের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কেবল ব্রিটিশ রক সঙ্গীত গ্রুপ দ্য বিটলস।