অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আরেকটি বিশ্বকাপ খেলতে চান শোয়েব মালিক!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:৩১ পিএম, ৮ আগস্ট ২০২৩ মঙ্গলবার  

আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির এই ইভেন্টে খেলার স্বপ্ন দেখেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। 

শোয়েব মালিকের বয়স এখন ৪১ বছর। ২০১৫ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। ২০১৯ সালে সবশেষ খেলেন ওয়ানডে ক্রিকেট। আর ২০২১ সালে স্কটল্যান্ডের বিপক্ষে খেলেন টি-টোয়েন্টি। 

১৯৯৯ সালে পাকিস্তানের হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন শোয়েব মালিক। ২২ বছরের ক্রিকেট ক্যারিয়ারে তিনি ৩৫টি টেস্ট, ২৮৭টি ওয়ানডে এবং ১২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।

তিন ফরম্যাটের ক্রিকেটে ব্যাট হাতে ১২টি সেঞ্চুরি আর ৬১টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেন ১১ হাজার ৮৬৭ রান। আর বল হাতে ৪৪৬ ম্যাচে শিকার করেন ২১৮ উইকেট। 

তিন দশক ধরে ক্রিকেট খেলে যাওয়া শোয়েব মালিক বলেন, আমি টেস্ট এবং এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছি। খেলা ছাড়ার সময় আমার ব্যাটে রান ছিল। আমি এখনো পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলতে চাই। তবে মনে হয় না ক্রিকেট বোর্ড আমাকে আর সুযোগ দেবে। আমি তত দিন খেলে যাব, যত দিন আমার মনোবল আছে।