ভিউয়ার্স বাড়ানোর প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছি : অপু বিশ্বাস
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ৬ আগস্ট ২০২৩ রোববার
ভিউ বাড়ানোর প্রতিযোগিতার কারণে আমাদের নানা ধরণের পরিস্থিতির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সাইবার বুলিইংয়ের নেতিবাচক প্রভাব খুবই ভয়াবহ হয়ে উঠেছে বলেও উল্লেখ করেছেন তিনি।
রোববার (৬ আগস্ট) সাইবার বুলিইং সংক্রান্ত এক অভিযোগ নিয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের কার্যালয়ে যান অপু বিশ্বাস। সেখানে অভিযোগ জানিয়ে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ‘লাল শাড়ি’র নায়িকা।
অপু বলেন, ‘কার বা কোন পেইজের বিরুদ্ধে অভিযোগ তা এখনই বলতে চাচ্ছি না। আমি তো অভিযোগ দিয়েছিই।’
নায়িকা বলেন, ‘আমি ‘লাল শাড় ‘ সিনেমাটির প্রযোজক। এটি একটি অনুদানের ছবি। কয়েকদিন আগে ‘সুরঙ্গ’ চলচ্চিত্রটি পাইরেসির শিকার হয়। এরপর চলচ্চিত্রটির টিম ডিবির কাছে এসেছিল। পরবর্তীতে গোয়েন্দারা এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনেছে।’
অপু বলেন, ‘লাল শাড়ি’ ছবিটি আমার অনেক কষ্টের ফসল। এই ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে আমি ডিভিতে এসেছি। পাশাপাশি আপনারা জানেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিইংটা অনেক বেড়ে গেছে। কারণে-অকারণে ভিউয়ার্স বাড়ানোর আশায় সাইবার বুলিইং করছেন। এটা মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্থ করে, যা কোনোভাবেই কাম্য নয়।’
অভিনেত্রী বলেন, ‘আমরা সবাই পরিবার নিয়ে বসবাস করি। আমাদের একটি অবস্থান আছে। হয়তো আমরা চিত্রনায়িকা কিন্তু বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে আমাদের নানা খারাপ পরিস্থিতির মুখে পড়তে হয়।’
অপু জানিয়েছেন, ‘আমি সাইবার বুলিইংয়ের বিরুদ্ধে একটি সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছি। সাইবার ক্রাইমে যারা আছেন, তারা আমাকে আশ্বস্ত করেছেন। আরও একটা কথা বলতে চাই, আমরা আর্টিস্টরা বিভিন্ন দেশে যাই। সেখানে দেশের প্রতিনিধিত্ব করি। এরকমটা হলে আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়।’
এর আগে ডিবি কার্যালয়ে আসার পর অপুর সঙ্গে দুপুরের খাবার খান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। পরে ডিবি প্রধান সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক, মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছেন অপু বিশ্বাস।