প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উদযাপন করল সোনালী লাইফ
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ৫ আগস্ট ২০২৩ শনিবার আপডেট: ০৬:৩৫ পিএম, ৫ আগস্ট ২০২৩ শনিবার
দেশের চতুর্থ প্রজন্মের বীমা কোম্পনী, সোনালী লাইফ ইন্স্যুরেন্স তার প্রতিষ্ঠার সাফল্যময় দশম বছর পূর্তি উৎসব উদযাপন করেছে ।
দেশের বীমা সেক্টরে দ্রুততম প্রবৃদ্ধি অর্জন কারী কোম্পানি, সোনালী লাইফ, ২০১৩ সালের ০১ আগষ্ট তার যাএা শুরু করে কাংখিত লক্ষমাএা অর্জনের ধারাবাহিকতায় ২০২৩ সালে এগারতম বছরে পদার্পণ করল ।
কোম্পানিটি শনিবার (৫ আগস্ট) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা, ঢাকায় দিনব্যাপি এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে , দশম বছর পূর্তি উৎসব উদযাপন করে ।
বাংলাদেশ ইনসুরেনস অ্যাসোসিয়েশন এর সভাপতি জনাব শেখ কবির হোসেন এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসথিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ কবির হোসেন বলেন বীমা শিল্প তীব্র ভাবে দক্ষ মানব সম্পদের অভাবে ভূগছে যা এ শিল্পের প্রসারের ক্ষেএে অনতরায় ও বটে । তিনি আশা প্রকাশ করেন গেশীয় প্রতিষ্ঠান সোনালী লাইফ তার সৃস্ট আস্থা, স্বচ্ছ তা ও সুশাষনের কারনেই অচিরেই দেশে প্রধান তম বীমা কোমপানীতে পরিনত হবে ।
কোমপানির প্রতিষ্ঠাতা জনাব মোস্তফা গোলাম কুদ্দুস এর সভাপতিতে অনুষ্ঠিত এ আয়োজনে সোনালী লাইফের ভাইস চেয়ারম্যান, ফওজিয়া কাম্রুন তানিয়া, পরিচালক জনাব শেখ মোহাম্মদ ডানিয়েল সহ অন্যান্য পরিচালক বৃন্দ বক্তব্য রাখেন।
সোনালি লাইফ এর সিইও জনাব মীর রাশেদ বিন আমান অনুষ্ঠান টির সঞ্চালনা করেন এবং মুল বক্তব্য উপস্থাপন করেন।
মীর রাশেদ বিন আমান তার বক্তব্যে বলেন সোনালি লাইফ শুধু নিজ প্রতিষ্ঠানের প্রতি নয় বরং দেশের বিমা শিল্পের উন্নয়নের লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছে। বরতমানে সোনালি লাইফ ১০০০ কোটি টাকা প্রিমিয়াম আয়ের লক্ষমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে এবং তা অর্জন সম্ভব।
সভাপতির বক্তব্যে জনাব মোস্তফা গোলাম কুদ্দুস বলেন সোনালী লাইফ কতৃর্পক্ষ দেশের বীমা শিল্পে দক্ষ মানবসম্পদের অভাবের কথা মাথায় রেখে বীমা শিল্পে বিশেষ দক্ষতা বৃদ্ধি সবার মান উন্নত করনে বীমা একাডেমী প্রতিষ্ঠার কথা ভাবছে।
সরকারী বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সম্মানিও অতিথি বৃন্দ, সোনালি লাইফ এর কর্মকর্তা সহ সহস্রাধিক লোক এ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।