অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কাপ্তাই হ্রদে সকল নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ৫ আগস্ট ২০২৩ শনিবার  

চলমান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা প্রশাসন।

শনিবার (৫ আগস্ট) এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। তবে আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি সরকারি কাজে নিয়োজিত নৌযানসমূহ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

জান গেছে, গত চার দিন ধরে রাঙ্গামাটিতে হালকা থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এই ভারী বর্ষণের ফলে পাহাড়ের ধসের আশঙ্কা রয়েছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যেতে এবং বসবাসকারীদের সতর্ক থাকার জন্য নির্দেশনা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

এদিকে পাহাড়ের পাদদেশে বসবাসরতদের জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে রাঙ্গামাটি শহরের ৯টি ওয়ার্ডে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।