অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হাফপ্যান্ট পরে মন্দিরে গিয়ে বিপাকে একতা কাপুর

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২ আগস্ট ২০২৩ বুধবার  

ছোট পোশাকের জন্য আবারও সমালোচনার মুখে পড়লেন বলিউডের অন্যতম সফল পরিচালক ও প্রযোজক একতা কাপুর। মঙ্গলবার হাফপ্যান্ট পরে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে কটাক্ষের শিকার হয়েছেন তিনি।

সদ্যই প্রকাশ পেয়েছে একতা কাপুর প্রযোজিত ‘ড্রিম গার্ল ২’ সিনেমার ট্রেলার। আয়ুষ্মান খুরানা অভিনীত সিনেমার জন্য প্রার্থনা করতেই সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন তিনি।

কিন্তু সামাজিক মাধ্যমে একতার হাফপ্যান্ট পরা সেই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়। ধর্মীয় স্থানের জন্য এমন পোশাক কি আদৌ উপযুক্ত? প্রশ্ন তোলেন নেটাগরিকরা। ওই পোশাক পরে সিদ্ধিবিনায়ক মন্দিরে একতার প্রবেশ করা নিয়েও ঘোর আপত্তি তোলেন তারা।

এদিন একতার পরনে ছিল কমলা রঙের বর্ষাতি, মাথায় টুপি, চোখে রোদচশমা। পায়ে স্নিকার্স ও কালো রঙের হাফপ্যান্ট। নেটিজেনদের একজন লিখেছেন, ‘ঈশ্বরের সামনে পুরো পোশাক পরে যাওয়া উচিত’। আরেকজনের প্রশ্ন, ‘মন্দিরে গেছেন, না মর্নিং ওয়াকে?’একজন আবার লিখেছেন, ‘দর্শন করতে গিয়েছিলেন, না দর্শন করাতে? শর্টস পরে মন্দিরে? বিরক্তিকর।’

যদিও তাদের আপত্তিকে বিশেষ পাত্তা দেননি একতা কাপুর। ওই পোশাকেই মন্দির কর্তৃপক্ষের এক ব্যক্তির সঙ্গে মন্দিরের ভিতরে প্রবেশ করেন তিনি। আরাধ্যকে পূজা দিয়েই বেরিয়ে এসেছেন ছোট ও বড় পর্দায় নামী এ প্রযোজক।

আগেও একাধিকবার নিজের পোশাকের কারণে সমালোচনার মুখে পড়েছেন একতা। তার চেহারার সঙ্গে মানানসই পোশাক নির্বাচন করতে নাকি অপারগ তিনি, এমন বিরূপ মন্তব্য করতেও ছাড়েননি নেটাগরিকরা। যদিও নেটদুনিয়ার এমন সমালোচনায় কখনোই কান দেননি একতা। নিজের শর্তে বাঁচেন তিনি।