অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ৩০ জুলাই ২০২৩ রোববার  

ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে জার্মানির উদ্দেশ্যে যাত্রা করেছে ৯ সদস্যের বাংলাদেশ আর্চারি দল। সোমবার (৩১ জুলাই) থেকে ৬ আগস্ট পর্যন্ত জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হবে ‘ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপস-২০২৩’।

চ্যাম্পিয়নশিপে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ নারী একক, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড নারী একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।

রোববার (৩০ জুলাই) ভোর ৫টায় কাতার এয়ারলাইন্সের একটি বিমানে করে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে দলটি। কোচ ও কর্মকর্তাসহ ৯ জনের ওই দলে রয়েছেন ৪ জন পুরুষ ও ২ জন মহিলা আর্চার। এরা হলেন মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা, মো. সাগর ইসলাম, মোহাম্মদ আশিকুজ্জামান, দিয়া সিদ্দিকী ও বন্যা আক্তার।