অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জনপ্রিয় আইরিশ গায়িকা সিনিয়াড মারা গেছেন

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৮ জুলাই ২০২৩ শুক্রবার  

নব্বইয়ের দশকে সাড়া জাগানো পপ সংগীতশিল্পী সিনিয়াড ও’কনর মারা গেছেন। ৫৬ বছর বয়সে বুধবার (২৬ জুলাই) রাতে  তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সামাজিক মাধ্যমে এক পোস্ট শেয়ার করে খবরটি নিশ্চিত করেছে গায়িকার পরিবার।

পারিবারিক বিবৃতিতে বলা হয়, অত্যন্ত দুখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় সিনেড আর নেই। তবে মৃত্যুর কারণ এখনো প্রকাশ্যে আনা হয়নি।

২০১৮ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সিনেড। নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছিলেন শুহাদা। গত বছর জানুয়ারি মাসে মৃত্যু হয় শিনেডের ১৭ বছরের ছেলে শেনের। তার পর থেকেই মানসিক কষ্টে ভুগছিলেন এই গায়িকা।

১৯৮৭ সালে প্রকাশিত ‘দ্য লায়ন অ্যান্ড দ্য কোবরা’ অ্যালবামের ‘ট্রয়’ গানটি সাড়া জাগিয়েছিল শ্রোতাদের মধ্যে। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাথিং কমপেয়ার্স টু ইউ’ গানটির জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করেন শিনেড ও’কনর। ওই বছরের টপ চার্টে জায়গা করে নিয়েছিল গানটি। মোট দশটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছেন তিনি।