স্যাটেলাইট নিয়ন্ত্রিত অস্ত্র দিয়ে হত্যা করা হয় ইরানের বিজ্ঞানীকে
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ৭ ডিসেম্বর ২০২০ সোমবার আপডেট: ০২:১৮ পিএম, ৭ ডিসেম্বর ২০২০ সোমবার
স্যাটেলাইটের ব্যবহার করে মুখ চিহ্নিত করা যায় এমন কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে হত্যা করা হয়েছে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে। রবিবার (৬ ডিসেম্বর) ইরান সেনাবাহিনীর কমান্ডার আলী ফেদাদির বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করে ইরানের সংবাদ সংস্থা মেহর।
২৭ নভেম্বর রাজধানী তেহরানে গুলি ও গাড়ি বোমা বিষ্ফোরণে নিহত হন দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহ। তার মৃত্যুর পর থেকে কারণ হিসেবে বিভিন্ন ধরনের কথা উঠে আসে।
প্রথমদিকে বলা হয়, তার দেহরক্ষীদের গোলাগোলির মাঝখানে ফখরিজাদেহ মারা যায়। সাথে দাবি করা হয় এর সাথে ইসরাইলের সম্পৃকত্তা আছে। তারপর বলা হয়, পিক-আপের উপর রাখা রিমোট কন্ট্রোল্ড বন্দুকের সাহায্যে তাকে হত্যা করা হয়। আর পরবরর্তীতে নিয়ন্ত্রণকারী পালিয়ে যায়।
ফেদাদি বলেন, সর্বমোট ১৩ টি গুলি করা হয় ফখরিজাদেহকে। এতটাই দক্ষতার সাথে তাকে গুলি করা হয় যে কয়েক ইঞ্চি দূরে থাকা তার স্ত্রী আহত হয়নি, এমনকি অন্যান্য গাড়িতে থাকা তাদের ১১ দেহরক্ষীও।