বাংলাদেশ-ভারত ম্যাচ রোমাঞ্চকর টাই
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২২ জুলাই ২০২৩ শনিবার
ভারতের বিপক্ষে জিতলেই ইতিহাস গড়ার সুযোগ ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। কিন্তু তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচে টাই করে ভারত।
শনিবার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশ। ফারজানা হক পিংকির (১০৭) সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ২২৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে স্বাগতিকরা।
টার্গেট তাড়া করতে নেমে ৪৯.৩ ওভারে ২২৫ রানেই অলআউট হয় ভারত। বাংলাদেশের সমান ২২৫ রান করায় ম্যাচটি টাই হয়। টাই হলে সাধারণত ম্যাচ গড়ায় সুপার ওভারে।
কিন্তু ম্যাচে বৃষ্টির কারণে সময় নষ্ট হয়। যে কারণে ম্যাচের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় সুপার ওভার হয়নি। তাই তিন ম্যাচের সিরিজে ১-১ ড্র করে ট্রফি ভাগাভাগি করে নেয় বাংলাদেশ-ভারত।