বঙ্গবন্ধুর সব ভাস্কর্যের নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:৫৪ এএম, ৭ ডিসেম্বর ২০২০ সোমবার আপডেট: ০৭:৫০ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য ও ম্যুরালের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে জেলা ও উপজেলা সদর দপ্তরের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের অগ্রগতি এক মাসের মধ্য জানাতে বলেছেন হাইকোর্ট।
সোমবার (৭ ডিসেম্বর) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। শুরুতে আদালতে এ সংক্রান্ত এক রুলের শুনানি হয়। পরে আইনজীবীর সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।
৭ মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস ঘোষণা করার জন্য আগে করা এক রিটের পরিপ্রেক্ষিতে গত ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট এক আদেশ দিয়েছিলেন। আদেশে প্রতিটি জেলা ও উপজেলার সদর দপ্তরে জাতির পিতার ম্যুরাল স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি ওঠে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
গতকাল রবিবার বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যসহ দেশের প্রতিটি ভাস্কর্য রক্ষায় হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী উত্তম লাহেরি।
উল্লেখ্য, শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ভাস্কর্যের মুখ ও হাতের অংশে ভাংচুর করা হয়। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। আটক চারজনই মাদ্রাসা শিক্ষার্থী।