অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তামিমের ফেরা অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার  

জাতীয় দলে তামিম ইকবালের ফেরা নিয়ে অনিশ্চয়তা থাকছেই। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দেড় মাস পর ক্রিকেটে ফেরার আশ্বাস দেন তামিম; কিন্তু তার ফেরা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। 

চলতি মাসের শুরুতেই হঠাৎ করে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তার হঠাৎ এমন সিদ্ধান্তে চমকে যায় পুরো দেশ। 

ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, জাতীয় দলের কড়া হেড মাস্টার খ্যাত প্রধান কোচ হাথুরুসিংহে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের আচরণে ক্ষুব্ধ হয়ে অভিমানে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তামিম। 

তবে মাশরাফি বিন মুর্তজার দায়িত্বশীল ভূমিকার কারণে প্রধমান্ত্রীর আহবানে সাড়া দিয়ে দেড় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা ব্যক্ত করেন তামিম। 

বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমকে তামিমের ফেরার ব্যাপারে বিসিবির ক্রিকেট বিভাগের পরিচালক জালাল ইউনুস বলেন, তামিম ২৬ তারিখ লন্ডন যাচ্ছে। ওখানে চিকিৎসার পর তার অবস্থা জেনে সিদ্ধান্ত নেওয়া হবে। তার পরিকল্পনা হলো ৩১ তারিখের মধ্যে সে দেশে ফিরবে। এরপর তার বর্তমান শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে পরবর্তীতে কী সিদ্ধান্ত আসবে।

বিসিবির এই পরিচালক আরও বলেন, এটা মেডিকেল বিভাগ সিদ্ধান্ত নেবে কোন ক্রিকেটারদের দলে রাখা হবে না রাখা হবে না। যখন একটা দল খেলে তখন অবশ্যই ফুল ফিটনেস নিয়েই খেলে।