অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার   আপডেট: ১১:৪৬ এএম, ১৬ আগস্ট ২০২০ রোববার

দেশের বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর মারা গেছেন। আজ সকাল ৯ টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মুর্তজা বশীর করোনায় আক্রান্ত হয়েছিলেন। এছাড়া ফুসফুসের জটিলতাসহ আরও কিছু শারীরিক সমস্যা ছিল ৮৮ বছর বয়েসী শিল্পীর।

চিত্রকলায় অসামান্য অবদানের জন্য ১৯৮০ সালে একুশে পদক পান মুর্তজা বশীর। দেশের সবোর্চ্চ স্বাধীনতা পুরস্কার পান ২০১৯ সালে। কর্মজীবনে তিনি দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

মুর্তজা বশীরের জন্ম ১৯৩২ সালের ১৭ আগস্ট, ঢাকায়। মাত্র দুদিন পরেই জীবনের ৮৯তম বছরে পা দিতেন তিনি। তাঁর বাবা প্রখ্যাত শিক্ষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ।