অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হিজাব বাধ্যতামূলক, ইরানে ফের নীতি পুলিশের টহল

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০১:১৩ পিএম, ১৭ জুলাই ২০২৩ সোমবার  

ইরানের হিজাব আইন বাস্তবায়নে আবারও টহল শুরু করেছে দেশটির নৈতিক পুলিশ। নারীদের পোশাকবিধি মেনে চলা এবং জনসমক্ষে চুল ঢেকে রাখা নিশ্চিত করতে এই টহল। খবর রয়টার্সের।

যথাযথ নিয়ম মেনে হিজাব না পরার অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে মাহশা আমিনি নামের এক তরুণীকে আটক করে ইরানের নৈতিক পুলিশ। আটকের পর পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়। ওই ঘটনার পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইরান। পোশাকের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে চলে আন্দোলন। সহিংসতায় এবং পুলিশের সাথে সংঘর্ষে প্রাণ যায় ৫শ’র বেশি মানুষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নৈতিক পুলিশের টহল স্থগিত করে সরকার।