বিশেষ কোনো খেলোয়াড় নিয়ে ভাবছেন না টাইগাররা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৪ জুলাই ২০২৩ শুক্রবার
চট্টগ্রামে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে খারাপ সময় কাটিয়েছেন টাইগাররা। আর সেই সুযোগে প্রথম বারের মতো বাংলাদেশের বিপক্ষে ২-১ সিরিজ জয়ের স্বাদ পেয়েছে আফগানিস্তান। এর আগে দুই দফায় টাইগারদের বিপক্ষে খেলে এই ব্যবধানেই সিরিজ হেরেছিলেন সফরকারীরা। এবার পালা এ সূচির ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের। যেটির প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আজ বিকাল ৬টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এবং একই মাঠে দ্বিতীয় ম্যাচ ও শেষ ম্যাচ হবে আগামী ১৬ জুলাই। আর এ দুই ম্যাচেই জয় চান টাইগাররা।
গতকাল বৃহস্পতিবার সিলেটে অনুশীলন শেষে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আসেন টাইগার টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। এখানেই তিনি প্রকাশ করে আফগানদের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজ জয়ের আশা। বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে যেন দুই ম্যাচেই জিততে পারি। যদিও এটা সহজ হবে না।’
গেল মার্চ মাসের পর ওয়ানডে সংস্করণে দারুণ ছন্দে থাকা টাইগারদের থামিয়েছেন আফগানিস্তান। আর তা সম্ভব হয়েছে তাদের বিশ্বমানের বোলিং ডিপার্টমেন্টের কারণে। পেসার ফজল হক ফারুকী, স্পিনার রশিদ খান, মুজিব উর রহমান ও নবীরা সিরিজ জেতা দুই ম্যাচেই ধস নামিয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। টি-টোয়েন্টি ফরম্যাটেও রয়েছে এই দক্ষ বোলাররা, তবে এদের নিয়ে ভাবছেন না সাকিবরা। এ প্রসঙ্গে অধিনায়ককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা বিশেষ কোনো ক্রিকেটারকে (আফগানিস্তানের) নিয়ে কথা বলিনি, চিন্তাও করিনি। যারা ব্যাটিং বা বোলিং করবে, আমি নিশ্চিত, তারা কী কী পরিস্থিতির মুখোমুখি হবে সেটি নিয়ে ব্যক্তিগতভাবে কাজ করছে। এটা আসলে কাউকে বলার বিষয় নয় এবং করারও বিষয় নয়। যে পরিস্থিতিতে যে আসবে, তার দায়িত্ব কীভাবে সে দলের জন্য ভালো পারফর্ম করতে পারে।’
এদিকে ওয়ানডে ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে ভালো রেকর্ড থাকলেও টি-টোয়েন্টিতে ফরম্যাটে তাদের বিরুদ্ধে আশানুরূপ কোনো পরিসংখ্যান নেই বাংলাদেশ দলের। পরিসংখ্যান লক্ষ্য করলে বলাই যাই এই ফরম্যাটে টাইগারদের থেকে ঢের শক্তিশালী দল তারা। এখন পর্যন্ত কুড়ি ওভারের ফরম্যাটে ৯টি ম্যাচ মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র ৩টিতে। এছাড়া সিলেটের মাঠেও এ ফরম্যাটে ভালো রেকর্ড নেই স্বাগতিকদের। সব শেষ ২০১৮ সালে দুটি টি-টোয়েন্টি খেলে দুটিতেই হেরেছিল বাংলাদেশ।
তবে আশার আলো দেখাচ্ছে এই সংস্করণে টাইগারদের খেলে সবশেষ কয়েকটি সিরিজ। গেল মার্চ মাসে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি ফরম্যাটে তাদের ৩-০ ব্যবধানে হারিয়েছিলেন টাইগাররা। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষেও ২-১ এ সিরিজ জিতেছিল। বলতে গেলে আফগানদের বিপক্ষে এই দুই সিরিজের ফর্মই স্বাগতিকদের আত্মবিশ্বাসের জায়গা হয়ে উঠতে পারে। এমন কথাই গতকাল অধিনায়কের কণ্ঠেও শোনা গিয়েছে। সাকিব বলেন, ‘ঘরের মাঠে সবশেষ দুটি সিরিজই আমরা ভালো খেলেছি। এটা আমাদের জন্য নতুন আরেকটি চ্যালেঞ্জ। আফগানিস্তান অবশ্যই ভালো দল। আমাদের চেষ্টা থাকবে, যেভাবে আমরা ক্রিকেটটা খেলছি, যেভাবে উন্নতি হচ্ছে, প্রতিটি ম্যাচেই সেভাবে পারফর্ম করার জন্য।’
অধিনায়কের মতে, শুরুর সময়টুকুই শেষ পর্যন্ত বড় ভূমিকা রাখতে পারে ম্যাচের ফলাফল নির্ধারণে। সাকিব বলেন, ‘টি-টোয়েন্টিতে মোমেন্টাম খুবই গুরুত্বপূর্ণ। আমরা কীভাবে খেলাটা শুরু করি, সেটা আমার কাছে মনে হয়, ম্যাচের ফলের দিকে বা ভাগ্য নির্ধারণ করতে পারে অনেক বেশি। ব্যাটিং করি বা বোলিং, শুরুটা ভালো করা গুরুত্বপূর্ণ।’