অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টি-টোয়েন্টি সিরিজও শেষ এবাদতের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:১৯ পিএম, ৯ জুলাই ২০২৩ রোববার  

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি মিস করবেন বলে জানা গিয়েছিল। নতুন খবর হলো, টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচেও খেলা হবে না এবাদত হোসেনের। ফলে আফগানিস্তান সিরিজই শেষ হয়ে গেল এই পেসারের।

আজ (রবিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবাদতের ছিটকে যাওয়ার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাঁ হাঁটুতে চোট পান এবাদত। বিসিবি জানিয়েছেন, সুস্থ হতে দুই সপ্তাহ সময় লাগবে তার।

বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা বলেছেন, ‘এমআরআই রিপোর্ট বলছে, চোটটা গুরুতর নয়। আশা করা হচ্ছে দুই সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন। তিনি দলের সঙ্গেই থাকবেন, একই সঙ্গে চলবে পুনর্বাসনের কাজ।’

ফিজিও আরও জানিয়েছেন, চোট গুরুতর নয়। তারপরও এবাদত টি-টোয়েন্টি সিরিজের দুটো ম্যাচে থাকবেন না।

এর আগে জানা গিয়েছিল, হাঁটুর চোটে ওয়ানডে সিরিজে শেষ ম্যাচটি খেলতে পারবেন না এবাদত। প্রথম দুই ওয়ানডে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় থাকা বাংলাদেশের জন্য খবরটি বড় ধাক্কা হয়ে আসে। আর এখন জানা গেল, টি-টোয়েন্টি সিরিজও শেষ হয়ে গেছে ডানহাতি পেসারের।