তামিমের অশ্রুসিক্ত বিদায়ে মর্মাহত মাহমুদুল্লাহ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হতাশাজনক হারের পর আচমকা ব্যক্তিগত সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক।
বৃহস্পতিবার (০৬ জুলাই) দুপুরে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত নয়নে ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ের ইতি টানেন তামিম। দেশসেরা এই ব্যাটারের এমন অবসরে বেশ ব্যাথিত হয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। পবিত্র হজ পালন করতে সৌদি আরব ছিলেন মাহমুদউল্লাহ। দেশে ফিরেই তামিমের এমন সংবাদে মর্মাহত হয়েছেন তিনি।
ফেসবুকে এক স্ট্যাটাসে মাহমুদুল্লাহ লেখেন, ‘গতরাতে হজ থেকে ফিরে এসে হঠাৎ আজ শুনলাম তামিমের অবসরের কথা। প্রতিটি অবসরের সিদ্ধান্তই দুঃখের। এই খবর শুনে আমি খুবই মর্মাহত ও দুঃখ পেয়েছি। আমরা এত বছর ধরে টিমমেট হিসেবে ছিলাম, অনেক স্মৃতি আমাদের। বাংলাদেশের ক্রিকেটে তার (তামিমের) অবদান অপরিসীম। আমি তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি। মহান আল্লাহ তার মঙ্গল করুন।’