অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খালেদা জিয়ার বাসায় বিএনপি নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৫৮ এএম, ৩০ জুন ২০২৩ শুক্রবার  

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা-বিনিময় করতে তার বাসায় গেছেন দলের কয়েকজন সিনিয়র নেতা নেতারা। 

বৃহস্পতিবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজা’য় যান তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে তার বাসায় গেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড.আব্দুল মঈন খান এবং সেলিমা রহমান।