অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাজধানীতে চলছে ভুটান ট্রেড ফেয়ার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:০১ পিএম, ২৪ জুন ২০২৩ শনিবার  

গত ২৩ জুন শুক্রবার থেকে রাজধানীর গুলশানে শুটিং কমপ্লেক্সে শুরু হয়েছে ভুটান অ্যাম্বাসি আয়োজিত তিন দিনব্যাপী ‘বাণিজ্য ও বিনিয়োগ মেলা’। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মেলার উদ্বোধন করেন।

ভুটানের প্রায় ২৫টি কোম্পানি মেলায় অংশগ্রহণ করেছে যেখানে দেশটির তৈরি ও উৎপাদিত প্রিমিয়াম মানের পণ্য প্রদর্শন করা হচ্ছে। মেলা ২৩-২৫ জুন পর্যন্ত চলবে।

মেলার পাশাপাশি ভুটানে বিনিয়োগের সুযোগ, বিশেষ করে কৃষি-খাদ্য ব্যবস্থার ওপর একই ভেন্যুতে সেমিনারও অনুষ্ঠিত হচ্ছে।

ভুটান অ্যাম্বাসি আয়োজিত অনুষ্ঠানটির ইভেন্ট ম্যানেজমেন্ট সহযোগিতায় ছিলো টিকে ইভেন্ট বাই ট্রাভেলার কি। for Details:  bhutantradeshow.com