অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাড়ির সামনে প্রাইভেটকারের ধাক্কায় মা ও শিশু নিহত

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১:২৫ এএম, ১৬ জুন ২০২৩ শুক্রবার  

বগুড়ার শাজাহানপুরে বাড়ির সামনে মহাসড়ক পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় মা ও তার শিশুকন্যার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার রানীরহাটের জোড়া বটতলায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় চালক গুরুতর আহত হয়েছেন। 

নিহতরা হলেন- উপজেলার আশেকপুর পশ্চিমপাড়ার কৃষক শিপন আলীর স্ত্রী দোলেনা বেগম (২২) ও তার শিশুকন্যা আয়েশা খাতুন (৫)।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি আব্বাস আলী জানান, চালকের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তিনি গোপনে কোথায় চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানায়, শিপন আলীর বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার রানীরহাটের জোড়া বটতলায় মহাসড়কের পাশে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মা দোলেনা বেগম ও মেয়ে আয়েশা খাতুন বাড়ির কাছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বগুড়া-নাটোর মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নাটোর ছেড়ে আসা বগুড়াগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মা-মেয়েকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত চালক গাড়ি ফেলে পালিয়ে যান। 

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি আব্বাস আলী জানান, নিহত মা ও মেয়ের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কার জব্দ করা হয়েছে। এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।