অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শুক্র থেকে রোববার গ্যাস থাকবে না যেসব এলাকায়

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১:১১ এএম, ১৬ জুন ২০২৩ শুক্রবার  

গ্যাস পাইপলাইনে জরুরি সংস্কারকাজের জন্য শুক্রবার থেকে রোববার পর্যন্ত দুদিন বগুড়ায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পিজিসিএল বগুড়া কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী অনুপ কুমার।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) জানিয়েছে, শুক্রবার ভোর ৪টা থেকে রোববার ভোর ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

পিজিসিএল বগুড়া কার্যালয়ের ব্যবস্থাপক জানান, বগুড়া আঞ্চলিক কার্যালয়ের আওতায় থাকা এলেঙ্গা-হাটিকুমরুল ও রংপুর মহাসড়ক প্রশস্তের কাজ চলছে। এ জন্য বগুড়ার শহরের বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট এলাকার পাঁচ হাজার তিনশ মিটার পথে ৮ ইঞ্চি মাপের পাইপলাইন প্রতিস্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, এ লাইনের স্থায়ীভাবে গ্যাস প্রবাহ নিশ্চিত করতে শুক্রবার ভোর ৪টা থেকে রোববার ভোর ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। তবে গ্যাস সরবরাহ দ্রুত চালু করার জন্য চেষ্টা করবে কর্তৃপক্ষ।