গুগল ম্যাপে নতুন ফিচার, ‘গো’ এবং ‘কমিউনিটি ফিডব্যাক’
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ৫ ডিসেম্বর ২০২০ শনিবার আপডেট: ০৭:৫৩ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
আগেই ভ্রমণ করা জায়গা সহজে খুঁজে পেতে নতুন ‘গো’ ট্যাব যুক্ত করা হচ্ছে গুগল ম্যাপে। যে জায়গাগুলো আপনি প্রায়শই যাতায়াত করেন সেগুলো আলাদা করে রাখা যাবে।
তাই এখন থেকে কোনো জায়গায় যেতে বারবার সার্চ দেয়ার কষ্ট করতে হবেনা, বরং একটি ট্যাপেই সেটা সম্ভব হবে। আগামী সপ্তাহেই সব অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের মোবাইলে নতুন ফিচার যুক্ত হবে বলে জানিয়েছে গুগল।
শুক্রবার (৪ ডিসেম্বর) একটি ব্লগে গুগল জানায়, আগে শুধু বাড়ি আর অফিসের লোকেশন সেভ করা যেতো। কিন্তু এখেন থেকে স্কুল, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকানের মতো নিয়মিত যাতায়াত করা জায়গায় সহজেই ভ্রমণ করা যাবে ‘গো’ ট্যাবের সাহায্যে। এছাড়াও সেগুলোর রাস্তা, ট্রাফিকের সর্বশেষ অবস্থা ও পৌঁছানোর সব্ভাব্য সময়ও তুলে ধরা হবে। ফিচারটি এক্সপ্লোর ও সেভড ট্যাবের মাঝখানে থাকা কমিউট ট্যাবের জায়গা দখল করবে।
একই গন্তব্যের বিভিন্ন রুটও সেভ করে রাখা যাবে নতুন ফিচারে। যার মাধ্যমে রাস্তার ট্রাফিক বিচারে কোন রুট দিয়ে আগে যাওয়া যাবে সেটাও দেখা যাবে।
এছাড়া, কমিউনিটি ফিডব্যাক নামক নতুন সুবিধাও থাকছে নতুন আপডেটে। যেখানে মানুষ তার আশ পাশে চলতে থাকা বিভিন্ন অনুষ্ঠান বা কর্মসূচির বর্ণনা ও সময় সেখানে তুলে ধরতে পারবেন। আর সে হিসেবে গুগল ম্যাপ আপনাকে সেগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় সতর্ক করবে।
উদাহরণস্বরুপ শাহবাগে যদি অবরোধ কর্মসূচি চলে সেক্ষেত্রে কেউ শাহবাগের পাশ দিয়ে যাওয়ার লোকেশন সেট করলে গ্রাহককে সতর্ক করবে গুগল। এক্সপ্লোর ট্যাবে গিয়ে গ্রাহক নিজেও ইভেন্টগুলো খুঁজে বের করতে পারবেন।