রাজধানীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১২:২০ পিএম, ৯ জুন ২০২৩ শুক্রবার
রাজধানীর ভাটারা থানার নর্দ্দা এলাকায় গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. ইমরান হোসেন (৩০)। বৃহস্পতিবার (৮ জুন) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই মনির হোসেন জানান, আমার ভাই একটি প্লাস্টিকের বোতল রিসাইক্লিং কোম্পানিতে চাকরি করতেন। বাসায় ফেরার পথে ভাটারার নর্দ্দা এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুত্বর আহত হয়। পরে তাকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। আনার পর জরুরি বিভাগের চিকিৎসক রাত ১২টায় মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বর্তমানে ভাটারার নর্দ্দা এলাকায় ভাড়া থাকতেন আমার ভাই। আমাদের গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী থানার যোপখালী গ্রামে। আমাদের চার ভাই তিন বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানাকে জানানো হয়েছে। ঘটনাটি তারাই তদন্ত করছে।